এ সম্মাননা দেয় ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’।
Published : 20 Jan 2025, 08:15 PM
যুক্তরাজ্যে সাংবাদিকতায় অবদান রাখার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লন্ডন প্রতিনিধি সৈয়দ নাহাস পাশাসহ সম্মাননা পেয়েছেন ৫ সাংবাদিক।
সম্মাননা পাওয়া অন্যরা হলেন- উর্মি মাযহার, মাহাথির পাশা, আ স ম মাছুম ও মির্জা আবুল কাসেম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকালে লন্ডনের একটি হলে এ সম্মাননা দেয় ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’।
অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের মধ্যে পদক তুলে দেন লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কালচার অ্যান্ড রিক্রিয়েশন কাউন্সিলর কামরুল হোসেইন ও কাউন্সিলর অজান্তা দেব রায়।
সম্মাননাপ্রাপ্তদের জীবনকর্ম পাঠ করেন ফয়েজুর রহমান ফয়েজ, আজিজুল আম্বিয়া, এ রহমান অলি, সাহেদা রহমান ও মুহাম্মদ সুয়েজ।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ স্বাগত দেন। সংগঠনের বিদায়ী সভাপতি আনসার আহমদ উল্লাহ নতুন কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেন।
নতুন সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নবনিবার্চিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।
বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌউছ সুলতান, নিলুফা ইয়াসমিন হাসান, সৈয়দ আনাস পাশা, মাসুক ইবনে আনিস, কামাল মেহেদী, সাঈম চৌধুরী, সালেহ আহমদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, রেজাউল করিম মৃধা, আলাউর রহমান খান শাহিন ও আমিনা আলী।
কবিতা আবৃত্তি করেন মুহাম্মদ শাহেদ রাহমান, বেলাল আহমদ বকুল, ইমদাদুন খান ও ফাহমিদা খাতুন। গান শোনান জাহাঙ্গীর রানা, তাহির আলী, এ রহমান অলি, বেলাল আহমদ বকুল, শেখ মোফাজ্জল হোসেন ও মুন্না মিয়া।