সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’ যুক্তরাষ্ট্র শাখা।
Published : 08 Aug 2024, 04:21 PM
কোটা সংস্কার আন্দোলনের পথ বেয়ে শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি ও উপাসনালয়ে হামলার বিচার দাবি করেছে ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’ যুক্তরাষ্ট্র শাখা।
হামলায় জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়ে বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করেছেন তারা।
ঐক্য পরিষদের পরিচালনা কমিটির চেয়ারপারসন অ্যাটর্নি অশোক কর্মকার বলেন, “কোটা সংস্কার আন্দোলনে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদেরও অকুণ্ঠ সমর্থন ছিল। প্রবাসে জনমত তৈরিতে আমরাও কাজ করেছি। প্রশাসন যদি প্রমাণ করতে চায় যে, তারা দুর্বৃত্ত দমনের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে আন্তরিক, তবে তার প্রমাণ দিতে অবিলম্বে দুর্বৃত্তদের শনাক্ত, গ্রেপ্তার ও দ্রুত বিচার করতে হবে।”
ঐক্য পরিষদের সভাপতি নয়ন বড়ুয়া বলেন, “আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান শপথ গ্রহণের পর অন্যসব হত্যাকাণ্ডের মতো সংখ্যালঘুদের বাড়ি-ব্যবসা-মন্দিরে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন, দ্রুত বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করবেন।”
‘সেভ হিন্দুজ ইন বাংলাদেশ’ স্লোগানে এ সংবাদ সম্মেলনে আরও কথা বলেন ঐক্য পরিষদের নেতা উমা চক্রবর্তী ও গীতা চক্রবর্তী।
এদিকে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়ার দাবিতে শুক্রবার বিকালে জাতিসংঘের সামনে ‘ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’ বিক্ষোভ-সমাবেশ করবে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান প্রভাত দাস ও সাধারণ সম্পাদক রামদাস ঘরামি।