মালয়েশিয়ায় মুরগির লরি উল্টে বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় মুরগিবাহী লরি উল্টে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 07:35 AM
Updated : 21 Oct 2017, 07:35 AM

নিহত বাংলাদেশির নাম রাইজুল মিয়া (৩৩) বলে জানা গেছে। আহত দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির মালাক্কা প্রদেশের মারলিমাও এলাকার জালান মেম্বান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পত্রিকাগুলো খবরটি প্রকাশ করেছে।

আহত লরি চালক ও অন্য দুই বাংলাদেশি শ্রমিককে চিকিৎসার জন্য মেলাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জাসিন জেলা পুলিশের প্রধান সহকারী কর্মকর্তা আরশাদ আবু স্ট্রেইটস টাইমস পত্রিকাকে বলেন, “১০ টন ধারণক্ষমতাসম্পন্ন লরির চালক সড়কের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও লরিটি রাস্তার পাশে উল্টে যায়।

“লরিতে থাকা তিন হাজার তিনশ’ বিশটি মুরগির বাচ্চা পিষ্ট হয়ে মারা যায় ও ঘটনাস্থলে রাইজুল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হন।”

লরিটি নেগারি সেম্বিলানের বাহাউ এর কারখানা থেকে সেরকাম অঞ্চলের একটি কসাইখানায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ প্রধান জানান।

দুর্ঘটনার ব্যাপারে স্থানীয় সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!