“আমরা ভারতের আধিপত্য মেনে নেব না। কোনো রাজা-প্রজার সম্পর্ক থাকবে না।”
Published : 05 Dec 2024, 11:24 AM
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, পতাকা অবমাননা ও সীমান্তে আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন পর্তুগাল প্রবাসীরা।
স্থানীয় সময় সোমবার রাতে লিসবনের একটি রেস্তোরাঁর হলরুমে প্রতিবাদ সভা করেন তারা।
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম মিনহাজ।
তিনি বলেন, “দেশ রক্ষার প্রশ্নে কোন আপস হবে না। সমস্ত বাংলাদেশিরা সারা বিশ্ব থেকে দেশ রক্ষায় এগিয়ে আসবে। ভারতকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর কোনো ছাড় হবে না।”
কমিউনিটি নেতা মোশারফ হোসেন বলেন, “শরীরে একবিন্দু রক্ত থাকতে আমরা ভারতের আধিপত্য মেনে নেব না। কোনো রাজা-প্রজার সম্পর্ক থাকবে না।”
আরেক কমিউনিটি নেতা সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ বলেন, “কোনো স্বৈরাচারী সরকারের পতনের পর ৫০ বছরেও সে সরকার ফিরে আসার ইতিহাস নেই। শেখ হাসিনার আবার বাংলাদেশে টুক করে ঢুকে যাবার চেষ্টা সফল হবে না।”
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি রনি মোহাম্মদ বলেন, “দেশ রক্ষায় আমরা প্রবাসীরা সবসময় সোচ্চার ছিলাম এবং থাকব। ভারত প্রতিবেশীসুলভ আচরণ না করলে আমরাও ছেড়ে দেব না।”
সভায় আরও বক্তব্য দেন আফতাব আহমেদ ভূঁইয়া ও সাইফুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ হোসাইন, সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ, সাইফুল হক, আফতাব আহমেদ ভূঁইয়া, আজমল আহমদ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি রনি মোহাম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, প্রচার সম্পাদক হাফিজ আল আসাদ, আমিরুল মেম্বার, মো. মইনুল হক, এহছানুর রহমান ইরাক, এমডি ফরহাদ আহমদ তারেক, মোহাম্মদ আমান, আব্দুল লতিফ, শেখ ফরিদ, তানভীর আহমদ রনি, নুরুল আলাম, আশরাফ হোসাইন, হেলাল উদ্দীন, মিজানুর রহমান, শোয়েব চৌধুরী ও এস এম কাউছার।