সমাবেশ থেকে আযমীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
Published : 08 Sep 2024, 12:38 PM
মুক্তিযুদ্ধের দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীর জাতীয় সংগীত বদলে ফেলার দাবির প্রতিবাদে সারা দেশের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও ‘সমবেত কণ্ঠে জাতীয় সংগীত’ গাওয়ার আয়োজন করেছেন প্রবাসীরা।
শুক্রবার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ থেকে আযমীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
উদীচী শিল্পীগোষ্ঠীর এ আয়োজনে সাংস্কৃতিক কর্মী ছাড়াও সপরিবারে অংশ নেন মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, সাংবাদিক, কবি, লেখক ও প্রবাসীরা।
সুব্রত বিশ্বাসের সমন্বয়ে আলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, মুক্তিযোদ্ধা খুরশিদ উল ইসলাম, ওবায়দুল্লাহ মামুন ও মুজাহিদ আনসারী।
তারা বলেন, “আমরা দায়বদ্ধ মানুষের প্রতি। আমাদের অর্জন আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ নিয়ে যখনই কোনো আঘাত আসবে, আমরা তার প্রতিবাদ করবো।”
জাতীয় সংগীত কারও দানে পাওয়া নয় উল্লেখ করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া বলেন, “লাখো শহীদের রক্তে পাওয়া এ আমাদের অর্জন। এই অর্জনকে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না। যখনই কেউ মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতে আঘাত করবে, আমরা তার প্রতিবাদ করবোই।”
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু বলেন, “যখনই দেশের উপর, আমাদের মুক্তিযুদ্ধের উপর আঘাত এসেছে, আমরা প্রতিবাদ করেছি। এবারও জাতীয় সংগীত গেয়ে এই কর্মসূচি, সেই ধারাবাহিক প্রতিবাদেরই অংশ।”