টরন্টোর তিন ইমেরিটাস পোয়েট লরিয়েট অ্যান মাইকেলস, এ এফ মরিৎস এবং জর্জ এলিয়ট ক্লার্ক এতে উপস্থিত ছিলেন।
Published : 29 Jul 2024, 06:03 PM
কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাঙালি লেখক ও কানাডিয় সাহিত্যিকদের নিয়ে টরন্টোতে সাহিত্য উৎসব করেছে ‘কানাডা জার্নাল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুলাই স্কারবোরো এলাকার সেন্ট পল ইউনাইটেড চার্চে এ উৎসবের শুরুতেই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করা হয়।
লেখক সামিনা চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন কানাডা জার্নালের উদ্যোক্তা সুব্রত কুমার দাস।
এ পর্বে উপস্থিত ছিলেন টরন্টো শহরের তিন ইমেরিটাস পোয়েট লরিয়েট অ্যান মাইকেলস, এ এফ মরিৎস এবং জর্জ এলিয়ট ক্লার্ক। বক্তব্য দেন সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু।
বিকেলে পোয়েট লরিয়েটদের নিয়ে পর্বটি পরিচালনা করেন অনুবাদক শ্রেয়সী বোস দত্ত। এতে অ্যান মাইকেলসকে নিয়ে কথা বলেন গবেষক সুজিত কুসুম পাল। এ এফ মরিৎসকে নিয়ে কথা বলেন অনুবাদক মম কাজী এবং জর্জ এলিয়ট ক্লার্ককে নিয়ে বলেন লেখক তাসমিনা খান।
কাব্যসাহিত্য পর্বে সভাপ্রধান ছিলেন কবি শেখর ই গোমেজ। যুক্ত হন সাহিত্যিক শাহানা আকতার মহুয়া, কবি কাজী হেলাল, চিত্রশিল্পী রাকীব হাসান ও কবি সুলতানা শিরীন সাজি।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রবন্ধসাহিত্য নিয়ে পর্ব। এতে সভাপ্রধান ছিলেন আকবর হোসেন। অংশ নেন লেখক ঝর্ণা চ্যাটার্জী, সুধীর সাহা, হাসান মাহমুদ, কথাশিল্পী সৈয়দ ইকবাল এবং গদ্যকার অতনু দাশ গুপ্ত।
তারপর কথাসাহিত্য পর্বে সভাপ্রধান ছিলেন কথাসাহিত্যিক সালমা বাণী। সঙ্গে যুক্ত হন নাহার মনিকা, জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন, রোকসানা পারভীন শিমুল ও সুশীল পোদ্দার।
উৎসবকে কেন্দ্র করে ‘বিশেষ সংখ্যা’ প্রকাশ করেছে টরন্টোর সাপ্তাহিক বাংলামেইল পত্রিকা। ২৭টি বিষয় নিয়ে কানাডায় থাকা ২৭ জন লেখক প্রবন্ধ লিখেছেন এতে। এ সংখ্যার অতিথি সম্পাদক সুব্রত কুমার দাস।