গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
Published : 26 Mar 2025, 12:39 PM
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপির পর্তুগাল শাখা।
মঙ্গলবার বিকেলে রাজধানী লিসবনের একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতারা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার গুরুত্ব এবং শহীদদের অবদান স্মরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিশেষভাবে স্মরণ করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে।
বিএনপি পর্তুগাল শাখার যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইফুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার, আর মূল বক্তা ছিলেন সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ছায়েফ আহমেদ সুইট বলেন, “২৬ মার্চ কেবল একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক। এই দিন আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।”
সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চ ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের চূড়ান্ত প্রকাশ এবং জাতীয় চেতনার জাগরণ।”
অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতাকর্মী ও পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। তারা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।