কুয়ালালামপুরের বুকিত বিংতাং-এ সংগঠনটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
Published : 08 Jan 2025, 01:25 PM
নিজেদের নতুন কমিটি ঘোষণা করেছে মালয়েশিয়ায় প্রবাসীদের সংগঠন ‘সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন’।
২০২৫-২৬ মেয়াদে এ কমিটিতে সভাপতি পদে ফয়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে এবাদুর রহমান চৌধুরী মনোনীত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিংতাং-এ সংগঠনটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আনোয়ার হোসেন সেলিমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন এবাদুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক আবুল বাশার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক নাজমুল হক এবং সাংবাদিক মাসুদ কামাল।
নতুন কমিটিতে পদ পাওয়া অন্যান্যরা হলেন- জ্যেষ্ঠ সহ সভাপতি জাকারিয়া আহমদ, সহ সভাপতি এনাম উদ্দিন এনাম ও উজ্জ্বল হোসাইন, সহ সাধারণ সম্পাদক এম জে কাওসার ও তালুকদার মোহাম্মদ মকবুল, সাংগঠনিক সম্পাদক আমির হামযা, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াজিদ উল্লাহ, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিথুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান রাহি, দপ্তর সম্পাদক অলি আহমদ সানি, সহ দপ্তর সম্পাদক আজমল হোসেন জোনাক, ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন, প্রবাসীকল্যাণ সম্পাদক রুহুল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শহীদুল ইসলাম ও নজরুল ইসলাম নাহিদ।
এছাড়া জয়নাল আহমদ, তরিকুল ইসলাম ও শাহাদাত খান রাসেল সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।