২০২৪-২৬ সালের জন্য ২১ সদস্যের পর্ষদ ঘোষণা করা হয়।
Published : 02 Nov 2024, 12:59 PM
ইউরোপে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ তাদের কার্যনির্বাহী পর্ষদ গঠন করেছে।
২০২৪-২৬ সালের জন্য ২১ সদস্যের পর্ষদে সভাপতি পদে হাবিবুর রহমান হেলাল এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন এসকে এমডি জাকির হোসেন সুমন।
বুধবার এক ভার্চুয়াল সভা থেকে এ পর্ষদ ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
পর্ষদের অন্য নেতারা হলেন সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন সোহেল, সহ সভাপতি শাহীন খলিল কাউছার, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, সহ সম্পাদক রহমান মাহবুবুর, অর্থ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ তাহির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, আন্তর্জাতিক সম্পাদক কবীর আহমেদ, প্রচার সম্পাদক শাহ্ সোহেল, সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা, নারী বিষয়ক সম্পাদক নাজনীন আখতার, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার মেভিজ পরমা, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব, অভিবাসন সম্পাদক কামরুজ্জামান ভূইয়া ডালিম এবং সমাজকল্যাণ সম্পাদক শাবুল আহমেদ।
কার্যকরী সদস্য হিসেবে আছেন বিটু বড়ুয়া, মাহবুবুর রহমান ও ফাহিম হোসেন।
ভার্চুয়াল সভায় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এসকে জাকির হোসেন সুমনের পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি হাবিবুর রহমান হেলাল।
এতে প্রবাসে ও দেশে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দিক-নির্দেশনা নিয়ে বক্তব্য দেন তারা।
আগামী বছর ১২ এপ্রিল গ্রিসের রাজধানী এথেন্সে নবনির্বাচিত পর্ষদের অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানো হয় সভা থেকে।