টরন্টোতে হাসি-কামরানের যুগল আবৃত্তি সন্ধ্যা

স্কারবরোতে এ অনুষ্ঠান আয়োজন করে ‘আলো দিয়ে যাই’ নামে একটি সংগঠন।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 09:55 AM
Updated : 5 March 2023, 09:55 AM

কানাডার টরন্টোতে আবৃত্তিশিল্পী হাসি রহমান ও কামরান করিমের যুগল আবৃত্তি সন্ধ্যা উপভোগ করেছে কবিতাপ্রেমীরা।

 ১৮ ফেব্রুয়ারি শহরের স্কারবরোতে হাইওয়ে গসপেল চার্চের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে ‘আলো দিয়ে যাই’ নামে একটি সংগঠন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অন্যস্বর টরন্টো’ ও ‘বাচনিক’-এর এ দুই শিল্পী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনান। দর্শনীর বিনিময়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভালোবাসা দিবস নিয়ে কিছু কবিতা আবৃত্তি করেন তারা।

ফ্লোরা নাসরীন ইভার সঞ্চালনায় এতে কবিতার সঙ্গে আবহসংগীতে ছিলেন শাহীন মাহবুব রহমান ও শিখা আখতারি।

অনুষ্ঠানে আসা শ্রোতা কাজী মাহমুদ সাগর বলেন, “হাসি ও কামরানের আবৃত্তি আমার খুব ভালো লাগে। তাদের কণ্ঠের গভীরতার সঙ্গে বাদ্যযন্ত্র ও গানের অপূর্ব সম্মিলন ছিলো।”

আবৃত্তি সন্ধ্যা উপভোগ করে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেন।

আখতার জাহান রানু লিখেছেন, “এতো সুন্দর, এতো মনোমুগ্ধকর আবৃত্তির উপস্থাপনা! কী বলবো! মুগ্ধ হয়ে উপভোগ করলাম দুজনের অসম্ভব সুন্দর বাচনভঙ্গি, উচ্চারণ, দরাজকণ্ঠ। সুন্দর পরিবেশ আমাকে নতুন করে একুশকে ফিরে পেতে সাহায্য করলো যেনো।”

আবৃত্তিশিল্পী হিমাদ্রী রায় তার প্রতিক্রিয়ায় লিখেন, “আবৃত্তি আমার কাছে শিল্পের চেয়েও অধিক কিছু। বয়ে চলা প্রাণের পর প্রাণে। প্রেমের দাহ্য দিয়ে বরফ গলিয়ে শ্রবণের নদীতে ভেসে যাওয়া। অনিয়মের বিরুদ্ধে বুকের পাঁজরের অভিঘাত। আবৃত্তি শুনতে এসে জেরা কিংবা বিচার করা কোনটারই ধার আমি ধারি না। কবিতার রূপ, রস আর আবৃত্তিকার কতটা বুকের সুগন্ধ ঢেলে দিচ্ছেন আমি তার সুবাসটুকু নিতে চাই। ছুরি-কাচি নিয়ে যে বিচার করে করুন, সে আমার কর্ম নয়। শুধু বলবো হাসি আর কামরানের পরিবেশনা আমাকে শুশ্রূষা দিয়েছে।”

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন মোর্শেদ নিজাম। দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও নাট্যকার হাসান মাহমুদ।