গত নভেম্বরের নির্বাচনে দলের ভরাডুবি কাটিয়ে উঠে তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়াতে এ সমাবেশ।
Published : 18 Jan 2025, 12:08 PM
গত নভেম্বরের নির্বাচনে দলের ভরাডুবি কাটিয়ে উঠে তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়াতে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঞ্চলের বাংলাদেশি ডেমোক্রেটরা।
রোববার সন্ধ্যায় জ্যামাইকার আল আকসা পার্টি হলে এ আয়োজন করে ‘নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব’, ‘নিউ আমেরিকান উইমেন ফোরাম’ ও ‘নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম’।
নিউ আমেরিকান উইমেন ফোরামের নেতা রুবাইয়া রহমান, ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম এবং ভাইস প্রেসিডেন্ট নুশরাত আলমের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে।
বক্তৃতা দেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস, অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, নাতাশা উইলিয়ামস ও লিন্ডা লি, ডিস্ট্রিক্ট লিডার মার্থা টেইলর, নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র শেফা উদ্দিন এবং ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।
দুই বছর পর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে হাউজ ও সিনেটে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলে পরাজয়ের গ্লানি কিছুটা হলেও দূর হবে বলে মন্তব্য করেন তারা।
শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, রিপাবলিকান পার্টির সংগঠক নাসির খান পোল, বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।
অনুষ্ঠানে সিনেটর চাক শ্যুমার ও কংগ্রেসওম্যান গ্রেস মেং ভিডিওবার্তায় শুভেচ্ছা জানান।
নিউ আমেরিকান উইমেন ফোরামের নতুন উপদেষ্টা কমিটিকে পরিচয় করিয়ে দেন সাবিনা হাই উর্বি এবং কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সালমা ফেরদৌস। অপরদিকে, নিউ আমেরিকান ইয়ুথ ফোরানের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি আহনাফ আলম, নির্বাহী সভাপতি মুশরাত অনুভা ও সহ সভাপতি নুশরাত আলম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- ইয়ুথ ইনোভেশন অব দ্য ইয়ার মুশরাত অনুভা, ইয়ুথ এন্টারপ্রেন্যার অব দ্য ইয়ার রুহিন হোসেন, এডুকেটর অব দ্য ইয়ার কিম হিল এবং কমিউনিটি লিডার অব দ্য ইয়ার প্রেস্টন বাকের।
এছাড়া আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা। ইয়ুথ এন্টারপ্রেনার অ্যান্ড ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তাজিন খান এবং আউটস্ট্যান্ডিং ফিজিশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন ইলোরা রফিক।