নিউ ইয়র্ক অঞ্চলে ৩ লাখের বেশি বাংলাদেশির বসবাস। কিন্তু তাদের কোন কমিউনিটি সেন্টার নেই।
Published : 09 Jan 2025, 04:55 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের জন্য কমিউনিটি সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।
রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের এলমহার্স্টে সোসাইটির নিজস্ব কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম মাসিক সভা থেকে এ ঘোষণা আসে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আতাউর রহমান সেলিম।
সেলিম জানান, নিউ ইয়র্ক অঞ্চলে ৩ লাখের বেশি বাংলাদেশির বসবাস। কিন্তু আজ পর্যন্ত নিজস্ব একটি কমিউনিটি সেন্টার নেই। গত দেড় দশক থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অঙ্গীকার করা হলেও কোন উদ্যোগ নেওয়া হয়নি।
এ অভাব পূরণে কমিউনিটি সেন্টার নির্মাণের ঘোষণা দিলো সংগঠনটি। একইসঙ্গে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে নিউ ইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজন করতে চান তারা।
এছাড়া আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন, বাংলাদেশ সেন্টার বা বাংলাদেশ ভবন কেনা, সোসাইটি কর্তৃক পরিচালিত বাংলা স্কুলকে যুগোপযোগী করা এবং স্কুলের আরো কয়েকটি শাখা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যকরী সদস্য হারুন চেয়ারম্যান, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, মুনসুর আহমদ ও হাছান খান।