২০২৫-২০২৬ মেয়াদের জন্য এ কমিটির ঘোষণা এলো।
Published : 18 Feb 2025, 01:03 AM
যুক্তরাষ্ট্রে নতুন কমিটি গঠন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘মানিকগঞ্জ কল্যাণ সমিতি’। ২৩ পদের পিঠা প্রদর্শনী ও পরিবেশনের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করেন তারা।
লুৎফর রহমান যুবায়েরকে সভাপতি ও সজীব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য এ কমিটির ঘোষণা এলো।
রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে উৎসবের আমেজে অভিষেক অনুষ্ঠান করে সংগঠনটি।
নূরজাহান ভূইয়া ঋতু ও ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন বিশ্বাস সেলিম। শপথ পড়ান সমিতির স্থায়ী কমিটির সদস্য আলতাফ হোসেন গাজি।
কমিটির অন্য নেতারা হলেন- জ্যেষ্ঠ সহ সভাপতি এম রউফ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ দেওয়ান আব্দুর রউফ, প্রচার সম্পাদক মোহাম্মদ রহমান বাদল, দপ্তর সম্পাদক মতিউর রহমান ও সাংস্কৃতিক সম্পাদক তানজিম আহমদ সজিব প্রমুখ।