দেশটির রাষ্ট্রপতি কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনীর অনুমোদন দেওয়ায় এ সম্ভাবনা তৈরি হয়েছে।
Published : 10 Sep 2024, 02:30 PM
অবৈধ নিয়োগের কারণে চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিল মালদ্বীপ। সেই ঘোষণার তিন মাস পেরোতেই নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। চলতি মাসেই আসতে পারে বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়ার ঘোষণা।
সোমবার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ নিয়ে গত ২ সেপ্টেম্বর মালদ্বীপের ৩০তম সংসদ অধিবেশনে কর্মসংস্থান আইনের ২-এর অষ্টম সংশোধনীর অনুমোদন দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জ।
ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছ। কিন্তু বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সতর্কতা হিসেবে একটি আইন চালু করে যায় মালদ্বীপের বিগত সরকার। কোনো একক দেশ থেকে এক লাখের বেশি কর্মী না নেওয়ার এ আইন সংসদে অনুমোদন করে তারা। দেশটিতে বাংলাদেশি বৈধ কর্মীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় নতুন কর্মীরা ভিসা পাচ্ছিলেন না।
তবে দেশটির রাষ্ট্রপতি কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনীর অনুমোদনের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে গঠন করা হয়েছে নতুন মন্ত্রীসভা কমিটি। এর অধীনে ন্যস্ত থাকবে দেশটির নিয়োগকর্তাদের যাবতীয় কার্যক্রম। যদি কোনো নিয়োগকর্তা অভিবাসীদের সঙ্গে আইন অমান্য করে, সর্বনিম্ন ৫০ হাজার রুফিয়া জরিমানাসহ নতুন কর্মী নিয়োগ স্থগিতের মতো বিধান রাখা হয়েছে।
শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ বলেন, “এই আইনে বলা হয়েছে, নতুন করে কোনো দেশ থেকে কর্মী নিয়োগ দিতে হলে নিয়োগকর্তার অধীনে কতজন অভিবাসী কাজ করে এবং তার কোন কোন কাজে কতজন কর্মী লাগবে, কাজের ক্ষেত্র এবং অন্যান্য বিবরণ উল্লেখ করে নতুন মন্ত্রীসভা কমিটির কাছে জমা দিতে হবে।”
এছাড়া এ আইনের মধ্যে রয়েছে, যেখানে প্রবাসীরা কাজ করবে সেই কাজের সাইটগুলি নিবন্ধন করা, অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় অনুমোদিত ডকুমেন্টস, প্রবাসী কর্মী আনার জন্য কোটার আবেদন করা, নিয়োগ হওয়া অভিবাসীর ওয়ার্ক পারমিট প্রাপ্তি ইত্যাদি।
সোহেল পারভেজ বলেন, “মালদ্বীপে অভিবাসী কর্মীদের ন্যায্যতা রক্ষায় অবহেলা করলে, নিয়োগকর্তাদের ৫০ হাজার রুফিয়া জরিমানার বিধান রেখে, পূর্বের কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি। বিষয়টি নিয়ে কাজ করবে বর্তমান সংসদে পাশ হওয়া প্রণীত আইনে নবগঠিত মন্ত্রীসভা কমিটি। তারা শিগগিরই বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের বিষয়ে বিস্তারিত জানাবেন।”
এ অবস্থায় বাংলাদেশ থেকে মালদ্বীপে কাজের ভিসায় আসতে ইচ্ছুকদের দুই দেশের সরকারি নির্দেশনা মেনে আসার পরামর্শ দেন তিনি।
দেশটির রাষ্ট্রপতি এই আইন অনুমোদন করার সঙ্গে সঙ্গে প্রণীত প্রবিধানের সংশোধনীয় খসড়া তৈরির তারিখ থেকে আগামী তিন মাসের মধ্যে সরকারি গেজেট প্রকাশ করে নতুন কর্মী নিয়োগের কথা বলা হয়েছে।