২০১৫ সাল থেকে বাপা এমন অনুষ্ঠানের আয়োজন করছে।
Published : 13 Oct 2024, 11:52 AM
পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্ব রাখা কর্মকর্তাদের সম্মাননা দিয়েছে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)।
শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কুইন্সের একটি পার্টি হলে এ বার্ষিক সম্মাননা অনুষ্ঠান করেন তারা।
এতে উপস্থিত ছিলেন সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, পুলিশ কমিশনার থমাস জি ডনলন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা।
আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান বাপার প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিক, প্রথম ভাইস প্রেসিডেন্ট এ কে এম আলম, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ চৌধুরী, সেক্রেটারি রাশেকুল মালিক, মিডিয়া লিয়াঁজো জামিল সারোয়ার, করেসপন্ডেন্ট সেক্রেটারি সৈয়দ এনায়েত আলী, কমিউনিটি লিয়াঁজো সর্দার মামুন, ট্রেজারার মেহেদী মামুন, কো-ট্রেজারার জসীম মিয়া এবং ইভেন্ট কো-অর্ডিনেটর শেখ আহমেদ।
২০১৫ সাল থেকে বাপা এমন অনুষ্ঠানের আয়োজন করছে। গত কয়েক বছরে প্রায় আড়াই হাজার বাংলাদেশি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কাজ করছেন বলে জানান আয়োজকরা।