প্রবাসীদের সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’।
Published : 27 Dec 2024, 10:57 AM
বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসে ‘বিজয়ের কবিতাপাঠ’ অনুষ্ঠান করেছে প্রবাসীদের সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের একটি হলে তারা এ আয়োজন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘স্রোত’ সম্পাদক বদরুজ্জামান জামানের সঞ্চালনায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
স্বরচিত কবিতা পাঠ করেন বদরুজ্জামান জামান, লোকমান আহমেদ আপন, সোহেল আহমেদ ও ইসরাত ফ্লোরা।
কবিদের লেখা জনপ্রিয় কবিতা থেকে পাঠ করেন মুনির কাদের, সাইফুল ইসলাম, সোয়েব মোজাম্মেল, খালেদুর রহমান সাগর, মইনুল হক ও রামিসা বাতুল। কবিতা নিয়ে একক পরিবেশনায় ছিলেন আবু বকর আল আমিনের।
তাছাড়া ‘স্বাধীনতা তুমি’ কবিতার বাংলাসহ ইতালিয়ান ভাষায় স্বঅনুবাদ পাঠ করেন জিয়াউর রহমানের হৃদয়, ফরাসি ভাষার স্বঅনুবাদ পাঠ করেন হাসনাত জাহান। মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে একক আলোচনা করেন আরিফ রানা।
গান শোনান আরিফ রানা ও কুমকুম সাঈদা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আহমেদ সেলিম, রাকিবুল ইসলাম, কামরুল ইসলাম ও সুমন আহমেদ।