একই চেষ্টা করেন আবদুল মালিকের বাবা আব্দুল রকিব ও ফুফু রাহেলা বেগমও।
Published : 15 Feb 2025, 12:46 AM
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক কাউন্সিলরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে নিতে বাদী পক্ষকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠেছে।
যুক্তরাজ্যের ইভনিং স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, আবদুল মালিক নামের ওই ব্যক্তি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ব্ল্যাকওয়াল ও কিউবিট টাউন ওয়ার্ডের প্রতিনিধিত্ব করছেন।
আবদুল মালিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ধর্ষণের অভিযোগ তুলে নিতে ১৬ বছর বয়সী ওই কিশোরীর বাবার সঙ্গে যোগাযোগ করেন। তিনি কিশোরীর বাবাকে বলেন, তিনি যেন তার মেয়েকে মামলা প্রত্যাহার করে নিতে বলেন এবং তাকে কারাগার থেকে বের করার সুযোগ করে দেন।
আবদুল মালিক এই চেষ্টা চালান গত ২৩ জানুয়ারি। তারও সপ্তাহ দুয়েক আগে একই চেষ্টা চালান আবদুল মালেকের বাবা আব্দুল রকিব ও ফুফু রাহেলা বেগম।
তাদের মধ্যে আব্দুল রকিব গত ১০ জানুয়ারি ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সাক্ষাৎ করে তার ছেলের ওপর থেকে অভিযোগ তুলে নিতে বলেন। একই দিন ওই কিশোরীকে প্রভাবিত করার চেষ্টা করেন রাহেলা বেগম।
বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে তিনজনকেই শুক্রবার কাঠগড়ায় তোলার কথা।
আবদুল মালিক কাউন্সিলর হয়েছেন অ্যাসপায়ার পার্টি থেকে, যার নেতৃত্বে আছেন স্থানীয় প্রশাসনিক অঞ্চলের (সরাসরি নির্বাচিত) মেয়র লুৎফুর রহমান।
কাউন্সিলের হিউম্যান রিসোর্সেস কমিটির সভাপতি পদেও আছেন মালিক। লাইসেন্সিং কমিটির সদস্যপদও আছে তার। তিনি প্রথম নির্বাচিত হন ২০২২ সালে।