রাজধানী লিসবনের একটি রেস্তোরাঁর হলরুমে এ আয়োজন করেন তারা।
Published : 23 Mar 2025, 02:23 PM
পর্তুগালে প্রবাসী ব্যবসায়ী ও সামাজিক-রাজনৈতিক-আঞ্চলিক নেতা-কর্মীদের নিয়ে ইফতার মাহফিল করেছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘পর্তুগাল বাংলা প্রেস ক্লাব’।
শনিবার রাজধানী লিসবনের একটি রেস্তোরাঁর হলরুমে এ আয়োজন করেন তারা।
সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক এনামুল হক ও সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রনি মোহাম্মদ।
স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মার্তিম মনিজ বড় মসজিদের ইমাম ও খতিব কায়েছ আহমদ আব্দুল্লাহ।
অতিথি ছিলেন লিসবনে দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার, পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তাসলিম উদ্দীন, আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল হাকিম মিনহাজ, সাইফুল হক, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, রনি হোসাইন, মোরারিয়া বিজনেস ফোরামের আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব মাসুম আহমদ, শিপলু আহমেদ, ইকবাল আহমদ কাঞ্চন, মিলন বেপারী, আবুল কাশেম, আহমদ লিটন, হাফিজ মুস্তাফিজুর রহমান ও শাহীন আহমদ।
আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ, জ্যেষ্ঠ সহ সভাপতি এস এম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ, সহ-সম্পাদক শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দীন, প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, আর এ এহছান ও চৌধুরী আকবর।