যুক্তরাষ্ট্রে সিলেটবাসীর সঙ্গে মতবিনিময় করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন।
Published : 18 Jul 2024, 05:23 PM
কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন সেখানেই সংকট উত্তরণের ইঙ্গিত রয়েছে। আমাদের সৌভাগ্য যে, শেখ হাসিনা সংকট উত্তরণের পথ জানেন। আমরা যদি তার ওপর আস্থা রাখি তাহলে সংকট কেটে যাবেই।
বুধবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি পার্টি হলে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, “দুর্নীতিবাজ আমলাদের বরখাস্ত এবং অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করা হলেই সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কমবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অভিযোগ উঠার পর অনেক সময়েই আমলাদের ওএসডি অথবা সাসপেন্ড করা হয়। চূড়ান্ত বিচারে তেমন শাস্তির মুখোমুখি হতে হয় না।”
সিলেট-১ আসনের সংসদ সদস্য মোমেন আরও বলেন, “দুর্নীতিবাজদের জনসমক্ষে উপস্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা অবশ্যই প্রশংসনীয়। আমাদের নেত্রী শেখ হাসিনা কখনোই দুর্নীতিবাজদের প্রশ্রয় দেন না। যদি তাকে দুর্নীতিবাজদের ব্যাপারে যথাযথ তথ্য প্রদান করা হয় তাহলে কেউই রেহাই পাবে না।”
শেখ জামালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা।
সিলেটের বন্যা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থাসহ আর্থ-সামাজিক অবকাঠামো নিয়ে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ফরাসত আলী, সৈয়দ বসারত আলী, হাসান আলী, আব্দুস শহীদ, নূরে আলম জিকু, তোফায়েল চৌধুরী, সিরাজউদ্দিন সোহাগ, মহিউদ্দিন দেওয়ান, ইফজাল চৌধুরী ও শাহীন জামালি।