এ সভা শেষে পুলিশের প্রহরায় অনুষ্ঠিত হয়।
Published : 10 Jul 2024, 12:20 AM
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে মোনাজাত করতে গিয়ে হট্টগোলে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে।
বুধবার বাফেলোর একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভা শেষে পুলিশের প্রহরায় অনুষ্ঠিত হয়।
বাফেলো শহরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দাবি ও সংগঠনে বিভিন্ন গ্রুপের মধ্যে ‘আধিপত্যকে কেন্দ্র করে’ এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তৃণমূল কর্মীরা।
তারা জানান, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান লিটু এবং ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিনসহ কয়েকজনকে ‘যথাযথ সম্মান না দেওয়ায়’ তারা অনুষ্ঠানের শুরুতে ক্ষিপ্ত হয়ে উঠেন।
অবস্থা বেগতিক দেখে আয়োজকরা ‘আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে’ পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। পরে পুলিশের প্রহরায় সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান।
নিউ ইয়র্ক থেকে প্রায় ৩৮০ মাইল দূরে নায়েগ্রা জলপ্রপাত সংলগ্ন বাফেলো শহরে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৩০ হাজারের বেশি বাংলাদেশি বসতি গড়েছেন। এর মধ্যে বিএনপিপন্থি প্রবাসী রয়েছেন অনেকেই। তাদের তাগিদে বাফেলোতে বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বেশ কিছুদিন ধরে।
নাজমুল ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন তরিকুল ইসলাম প্রিন্স মৃধা, সোহেল হাওলাদার ও ইমতিয়াজ বেলাল।
প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন স্টেট বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি জসিম উদ্দিন, জ্যেষ্ঠ সহ সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রইস উদ্দিন ও আমিনুল ইসলাম।