ফুসফুসের ক্যান্সারসহ নানা জটিল রোগের চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
Published : 25 Jul 2024, 11:44 PM
বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা খন্দকার মনসুর মারা গেছেন।
শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে হাওয়ার্ড কাউন্টি জেনারেল হাসপাতালে তার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারসহ নানা জটিল রোগের চিকিৎসা নিচ্ছিলেন খন্দকার মনসুর (৭৭)।
ঢাকার সন্তান মনসুর যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর কর্মকর্তা হিসেবে কয়েক বছর আগে অবসর নিয়েছিলেন। দীর্ঘদিন ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের, জ্যেষ্ঠ সহ সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু এবং সহযোদ্ধা সাংবাদিক লাবলু আনসার।