বিএনপির ওপর দোষ চাপানোর ‘চক্রান্ত’ চলছে: ফখরুল

“আরও বুকে সাহস নিয়ে রাস্তায় নেমে এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করতে হবে,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2024, 11:04 AM
Updated : 10 Feb 2024, 11:04 AM

সরকার সাম্প্রদায়িক আক্রমণ করে বিএনপির ওপর দোষ চাপাতে চায় বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব।

শনিবার বিকালে গণমিছিলে শেষে নয়া পল্টনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ‘চক্রান্ত’ করছে দাবি করে তিনি বলেন, “গত দুই দিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এখানে নাকি সন্ত্রাস, সাম্প্রদায়িক আক্রমণ হতে পারে। আওয়ামী লীগ এই আক্রমণ করে তারা (সরকার) বিরোধী দলের ওপরে দোষ চাপানো চেষ্টা করবে। এজন্য সবাই সর্তক থাকতে হবে।”

জনগণ রাস্তায় নেমে যে আওয়াজ তুলছে তাকে রুখে দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই বলেও দাবি ফখরুলের।

তিনি বলেন, “আরও বুকে সাহস নিয়ে রাস্তায় নেমে এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করতে হবে।”

এর আগে সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে এদিন বিকালে রামপুরা ও কমলাপুর থেকে দুটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়া পল্টনে এসে মেলে। বিকাল ৫টার দিকে বৃষ্টিতে ভিজেও নেতাকর্মীরা এতে অংশ নেন।

বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদের দুই অংশসহ বিভিন্ন দলও মিছিল করে। গত ১২ জুলাই ‘এক দফা’ আন্দোলন ঘোষণার পর এ পর্যন্ত বিএনপি এবং সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করেছে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)