হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
Published : 02 Dec 2023, 08:28 PM
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) মারা গেছেন।
শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মায়ার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জামান।
মৃত্যুকালে দীপুর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ছিলেন।
জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ২ ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
তিনি জানান, রোববার সকাল ১০টায় ঢাকা থেকে দীপুর মরদেহ মতলবে নিয়ে যাওয়া হবে। পরে মতলব উত্তরে নিজ বাসভবনে ও পরে মতলব দক্ষিণে জানাজা শেষে ঢাকায় নিয়ে আসা হবে।
পরে বেলা ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা শেষে বাদ জোহর আজাদ মসজিদে আরেকটি জানাজা হবে। এরপর বনানীর কবরস্থানে দিপুর লাশ দাফন করা হবে।
দীপুর মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনে বাবা মায়ার সঙ্গে দীপুও দলের মনোনয়নপত্র কিনেছিলেন। পরে তার বাবাই দলীয় মনোনয়ন পান।