নূর হোসেনের বাড়িতে অভিযান আইওয়াশ: ফখরুল

নারায়ণগঞ্জে  কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ মামলার প্রধান আসামি নূর হোসেনের বাড়িতে পুলিশের অভিযানকে ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2014, 07:51 AM
Updated : 4 May 2014, 10:32 AM

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী অনশন কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। গুম, খুন ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

ফখরুল বলেন, “নারায়ণগঞ্জের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে। সাতজনকে অপহরণের কয়েকদিন পর নদীতে লাশ ভেসে ওঠেছে।

“জনগণ ফুঁসে ওঠায় কাউন্সিলর ও আইনজীবীসহ সাতজনকে অপহরণ ও  খুনের এতদিন পর নারায়ণগঞ্জে নূর হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। এটা আইওয়াশ।”

গত পাঁচ বছরে বিএনপি ও তার জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে বলে দাবি করেন ফখরুল।

তিনি বলেন, “আমাদের দলের নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ কয়েকশ নেতাকর্মীকে গুম করা হয়েছে। অভিযোগ আছে সরকারের প্রত্যক্ষ মদদে ও সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বিরোধী দলের নেতাকর্মীদের তুলে নেয়া হয়।”

আইনশৃংঙ্খলা বাহিনীর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “কারণ তারা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সব অপরাধমূলক কাজ করাচ্ছে।”

শনিবার সংসদ ভবনের সামনে গুম, খুনের প্রতিবাদে নাগরিক সমাজের প্রতিনিধিদের মানববন্ধনে বাধা দেয়ার সমালোচনা করেন তিনি।

“শুধু বিরোধী দল নয়, সমগ্র দেশের মানুষ সরকারের বিপক্ষে চলে গেছে। সরকারও সবাইকে তাদের শত্রু মনে করে। এভাবে চলতে পারে না। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সকাল ৯টায় শুরু হয়েছে এ অনশন কর্মসূচি। চলবে বিকাল ৫টা পর্যন্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও বিকালে অনশনে বসার কথা রয়েছে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরফত আলী সপু প্রমুখ উপস্থিত আছেন।