আলী আশরাফের আসনে উপনির্বাচন ৭ অক্টোবর

সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের মৃত্যুতে শূন্য কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আগামী ৭ অক্টোবর উপনির্বাচন হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2021, 11:39 AM
Updated : 2 Sept 2021, 11:39 AM

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় এই উপনির্বাচনের তপসিল অনুমোদিত হয়।

আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আশরাফ গত ৩০ জুলাই মারা গিয়েছিলেন।

সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হলেও দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে কোনো নির্বাচন নিয়ে এগোয়নি ইসি।

এখন সংক্রমণ কিছুটা কমায় এই উপনির্বাচনসহ আটকে থাকা ইউনিয়ন ও পৌরসভাগুলোর ভোটের তারিখও দিয়েছে ইসি।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানান, কুমিল্লা-৭ আসনে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর।

এরপর মনোনয়নপত্র বাছাই হবে ১৪ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৭ অক্টোবর।

এই তফসিল ঘোষণার দিনই সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন মারা যান। ফলে ৯০ দিনের মধ্যে এই আসনেও উপনির্বাচন করতে হবে ইসিকে।