মুহিত আগের চেয়ে ভালো আছেন, জানালেন ভাই মোমেন

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত হাসপাতালে থাকলেও তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 08:09 PM
Updated : 4 August 2021, 08:13 PM

মুহিতের সর্বশেষ অবস্থা জানিয়ে বুধবার রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেইসবুক পাতায় একটি পোস্ট দেন মোমেন।

হাসপাতালে ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে মোমেন লিখেছেন, “মুহিত ভাই গতকালের চেয়ে ভালো আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৬। রাতের খাবার ঠিকমতোই খেয়েছেন তিনি, বাংলাদেশের ক্রিকেট খেলাও দেখেছেন। এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন।”

মুহিতের শারীরিক অবস্থা নিয়ে ভুয়া কোনো খবরে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করেছেন মোমেন।

৮৭ বছর বয়সী মুহিতের নমুনা পরীক্ষায় গত ২৪ জুলাই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে ঢাকার বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি।

তবে ঝুঁকি এড়াতে গত বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

মুহিতের ছোট ভাই এ এস আবদুল মুয়ীজ সুজন সেদিন বলেছিলেন, তেমন সমস্যা না থাকলেও শ্বাসকষ্টজনিত জটিলতার শঙ্কা এড়াতে মুহিতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মুহিতের বাসার একজন গৃহকর্মীর প্রথমে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর বাসার সবার নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা পরীক্ষায় মুহিতের পাশাপাশি তার ছেলে শাহেদ মুহিতেরও করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।

মুহিত ইতোমধ্যে কোভিড-১৯ টিকার দুটি ডোজই নিয়েছেন।

মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন।

তার ছোট ভাই মোমেন এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় রয়েছেন। সিলেটে মুহিতের আসনে সংসদ সদস্যও তিনি।