জিয়ার খেতাব বাতিল: ঢাবির সাদা দলের মানববন্ধন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2021, 06:16 PM
Updated : 17 Feb 2021, 06:16 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় খেতাব বাতিলের এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ‘নেই’ দাবি করে তাদের সুপারিশ প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “এই কার্যক্রম থেকে সরে দাঁড়ান, সঠিক ইতিহাস চর্চা করুন, না হলে আগামীতে আপনাদের খেসারত দিতে হবে।”

সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে সম্প্রতি জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “এই খেতাব বাতিলে জামুকার আইনগত কোনো এখতিয়ার নেই। জামুকার অপতৎপরতার নিন্দা জানাই।”

সভাপতির বক্তব্যে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, “আমরা জোরালো দাবি জানাচ্ছি, এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকুন। অন্যথায় এদেশের মানুষ এর কঠিন জবাব দেবে।"

সাদা দলের সদস্য সচিব অধ্যাপক মহিউদ্দিনের সঞ্চালনায় এ মানববন্ধনে সংগঠনের সাবেক আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক অধ্যাপক মো. হাসানুজ্জামানও বক্তব্য দেন।

অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক আবুল কালাম সরকার, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক আল মোজাদ্দেদী আলফেছানি, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, অধ্যাপক শহিদুল ইসলাম, গোলাম রাব্বানী, অধ্যাপক আলমগীর হোসেন সম্রাট উপস্থিত ছিলেন।