বাসে আগুন: ভিডিও দেখে ৩ ‘বিএনপিকর্মী’ শনাক্ত

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন পল্টন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2020, 03:35 PM
Updated : 20 Nov 2020, 03:43 PM

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আসাদুজ্জামান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পর থেকে আমরা বেশ কয়েকটি সিসিটিভি ভিডিও পর্যালোচনা করেছি। তাদের মধ্য থেকে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

“তারা বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যম পর্যায়ের নেতা-কর্মী। সেদিনের ঘটনার সময় বিএনপি কার্যালয়ের সামনে মিছিলে ছিল এবং মিছিল থেকে বের হয়ে তারা গাড়িতে আগুন দেয়।”

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনের দিন ঢাকার বিভিন্ন স্থানে অন্তত নয়টি বাসে আগুন দেওয়া হয়।

বাসে অগ্নিসংযোগে শনাক্তদের নাম ও পরিচয় পাওয়া গেছে জানিয়ে উপ-কমিশনার আসাদুজ্জামান বলেন, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।