সাহারা খাতুনের মরদেহ দেশে আসছে রাতে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মরদেহ শুক্রবার রাতেই থাইল্যান্ড থেকে দেশে নিয়ে আসা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 01:18 PM
Updated : 10 July 2020, 02:42 PM

তার ব্যক্তিগত সহকারী ও ভাস্তে মোহাম্মদ আনিসুর রহমান বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকক সময় রাত ৯টার দিকে তারা ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে রওনা হবেন।

“আশা করছি, বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে আমরা ঢাকায় পৌঁছাতে পারব।”

নানা জটিলতা নিয়ে অসুস্থ সাহারাকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ব্যাংককে নেওয়া হয়েছিল, ভর্তি করা হয়েছিল বামরুনগ্রাদ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারে তিন বছরের বেশি সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে তাকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।

তৃণমূল থেকে লড়াই করে রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা চিরকুমারী সাহারা খাতুনের বয়স হয়েছিল ৭৭ বছর।

আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা ১১টায় বনানী কবরস্থান মসজিদে জানাজার পর সাহারা খাতুনকে তার মায়ের কবেরে দাফন করা হবে।

“আজ রাত ১২টায় মরদেহ আনার জন্য বিমানবন্দরে যাচ্ছি আমি আর আমাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ভাই। কাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে জানাজায় অংশ নেব। বনানী কবরস্থানেই দাফন হবে।”

আরও খবর