বিকল্প ধারার মহাসচিবকে দুদকে তলব

অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে তার অনুসন্ধানে বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব এম এ মান্নানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 02:22 PM
Updated : 24 Sept 2018, 02:22 PM

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান হিসেবে মান্নানকে আগামী ২৭ সেপ্টেম্বর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

অভিযোগটির বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান নোটিসটি পাঠিয়েছেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিআইএফসির সাবেক চেয়ারম্যান মান্নানের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন ‘লোন কেইস’র মাধ্যমে বিআইএফসি থেকে ৫১৮ কোটি টাকা তুলে আত্মসাৎ করেছেন।

একাদশ সংসদ নির্বাচনের আগে ৫ দফা দাবি তুলে তা নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনমত গঠনে গণফোরাম ও বিএনপির সঙ্গে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্প ধারার গাঁটছাড়া বাঁধার মধ্যে মান্নানকে তলব করল দুদক।

তবে প্রনব ভট্টচার্য্য বলেছেন, ২০১৬ সাল থেকে মান্নানের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছেন তারা।

মূলত তৈরি পোশাক ব্যবসায়ী সাবেক সেনা কর্মকর্তা মান্নান ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে ঢাকার রমনা-তেজগাঁও আসনে শেখ হাসিনাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বি চৌধুরী বিকল্প ধারা গঠন করলে তিনিও ওই দলে যোগ দেন।