ঈদের দিন প্রবাসে শুভেচ্ছা বিনিময় কর্মসূচি খালেদার

লন্ডনে অবস্থানরত খালেদা জিয়া কোরবানির ঈদের দিন বিএনপির প্রবাসী নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

লন্ডন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2015, 07:25 PM
Updated : 23 Sept 2015, 07:25 PM

যুক্তরাজ্যে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশটিতে যাওয়া বিএনপি চেয়ারপারসন ছেলেসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করে দেশে ফিরবেন।

বাংলাদেশে থাকার সময় প্রতিবার ঈদের দিন দলীয় নেতা-কর্মী, কূটনীতিক, সাংবাদিকসব সব স্তরের মানুষের  সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে ঈদের দিন বিকালে খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় করবেন বলে বিএনপি প্রবাসী নেতারা জানিয়েছেন।

দলীয় চেয়ারপারসনের বক্তব্য শুনতে আগামী সপ্তাহে একটি সভারও আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালেদা জিয়ার চিকিৎসা এরই মধ্যে শুরু হয়েছে।

হার্লে স্ট্রিটের একটি ক্লিনিকে বুধবার গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।  সেখানে একজন চিকিৎসককে দেখিয়েছেন তিনি।  

ক্লিনিকে খালেদার সঙ্গে গিয়েছিলেন ছেলে তারেক রহমান ও পূত্রবধূ জোবাইদা রহমান। জোবাইদা নিজেও একজন চিকিৎসক।

বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান (ফাইল ছবি)

গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে গিয়ে প্রথমে হোটেলে উঠলেও এখন তারেকের বাড়িতেই থাকছেন খালেদা। নাতনীদের সঙ্গেই সময় কাটছে তার।

বিভিন্ন মামলায় হুলিয়া নিয়ে সাত বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক।  

খালেদার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী, সন্তানরাও লন্ডনে গেছেন। ঈদ তারা একসঙ্গেই করছেন।