বৈঠকের পর আমীর খসরু বলেন, দুই দেশের সম্পর্কের নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
Published : 08 Sep 2024, 08:55 PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।
রোববার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু বলেন, দুই দেশের সম্পর্কের নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
শনিবার রাতে স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল।