নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন মোশাররফ

সরকার হটাতে সামনে কঠিন কর্মসূচির ইঙ্গিত দিলেন বিএনপির এই নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 01:59 PM
Updated : 20 May 2023, 01:59 PM

সরকার হটানোর আন্দোলনে ‘সামনে কঠিন কর্মসূচির’ ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিতে বললেন খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার বিকালে রাজধানীর কমলাপুরে পীরজঙ্গি মাজার সড়কে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘সামনে বৃহত্তর আন্দোলনে আপনাদের সকলকে এখনকার শক্তিকে আরও দ্বিগুণ শক্তিতে পরিণত করে আগামী দিনে আমাদের যে কঠিন কর্মসূচি আসবে সেই কর্মসূচি বাস্তবায়ন করে এই স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করতে হবে। সেই লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে খন্দকার মোশাররফ বলেন, ‘‘আপনারা প্রজাতন্ত্রের কর্মচারি। এদেশের মানুষের খেটে খাওয়া অর্জনের টাকায় আপনারা বেতন পান। আপনারা এদেশের মানুষের সেবক হওয়ার কথা। কিন্তু আজকে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের মানুষের ওপরে আপনারা গুলি চালাচ্ছেন।

“এখন আপনারা সংশোধন হোন। এখন থেকে আপনারা যারা জনগণের পক্ষে থাকবেন ভবিষ্যতে যে সরকার আসবে আপনাদেরকে ক্ষমা করে দেবে।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সারাদেশে গায়েবি মামলায় গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১০ দফা দাবি আদায়ে এ সমাবেশ হয়।

শনিবার ঢাকা ছাড়াও দেশের ২১ মহানগর ও জেলায় এ সমাবেশ হয়েছে।

এ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘‘৪৮ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করেছেন। আমরা ৪৮ বছর পরে হলেও সেই মামলার বিচার ইনশাল্লাহ আমরা করব। আমাদের নেতৃবৃন্দকে যারা আঘাত করছেন, আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করছেন কাউকে আমরা ছাড়ব না-এই কথাটা আপনারা মনে রাখবেন।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘‘আমাদেরকে আজকে উনি (ওবায়দুর কাদের) বলেন কি হাঁটু ভাঙা দল বিএনপি। হাঁটু ভাঙা না, কোমর ভাঙা তাতে কি আসে যায়। একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন না…হাঁটুভাঙা না কোমর ভাঙা তা দেখা যাবে।”

দলের নেতাকর্মীদের ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান মির্জা আব্বাস।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, নাসির উদ্দিন অসীম, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, রকিবুল ইসলাম বকুল, আমিরুল ইসলাম খান আলিম, মীর আলী নেওয়াজ, আনিসুর রহমান তালুকদার খোকন, হাবিবুর রশীদ হাবিব ও হামিদুর রহমান হামিদ, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, মহানগর দক্ষিণ বিএনপির নবী উল্লাহ নবী, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, জাসাসের হেলাল খান, উলামা দলের শাহ নেছারুল হক, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, ছাত্রদলের সাইদ মাহমুদ জুয়েল বক্তব্য রাখেন।