আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে নেতাদের কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।
Published : 18 Feb 2025, 08:20 PM
জাতীয় সংসদ ভবনের এলডি হলসহ মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত করেছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্থান ঠিক করার বিষয়টি চিঠি দিয়ে দলের নেতাদের জানিয়েছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ বলেন, বর্ধিত সভার স্থান চূড়ান্ত হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের নেতৃত্বে বাস্তবায়ন কমিটি সভাটি আয়োজনের সব কিছু তত্ত্বাবধান করছে।
বিএনপির দফতর বলেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে নেতাদের কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সবেশেষ ২০১৮ সালের ৪ ফেব্রয়ারি বর্ধিত সভা হয়েছিল রাজধানীর ‘লো মেরিডিয়ান’ হোটেলের মিলনায়তনে।
রিজভীর চিঠিতে বলা হয়েছে, সকাল ১০টায় থেকে দিনব্যাপী এ সভা সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠে আয়োজন করা হয়েছে।
আমন্ত্রিত অতিথিদের নাম ও পদবীসহ এক কপি স্ট্যাস্প সাইজ ছবি ২২ ফেব্রুয়ারির মধ্যে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে অনুরোধ করেছে বিএনপি।
বর্ধিত এ সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির সব সদস্য, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন।
এছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য যারা দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।