এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট বাড়িয়েছে, দাবি ফখরুলের

“যানজট এমনভাবে সৃষ্টি হয়েছে দুই ঘণ্টাতেও ফার্মগেইট পার হওয়া সম্ভব হচ্ছে না,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2024, 06:19 PM
Updated : 13 Feb 2024, 06:19 PM

বিমানবন্দর ফার্মগেট পর্যন্ত চালু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট আরও প্রকট করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পরাজিত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন এই কর্মসূচির আয়োজন করেন। শমরিতার পাশাপাশি হেলথ অ্যান্ড হোপ হসপিটালে দুই দিন চলবে রক্তদান।

মির্জা ফখরুল বলেন, “এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা এখন মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যানজট এমনভাবে সৃষ্টি হয়েছে দুই ঘণ্টাতেও ফার্মগেইট পার হওয়া সম্ভব হচ্ছে না।”

ডেঙ্গুর বিস্তার নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, “সরকার এবং দুই সিটি করপোরেশনে সম্পূর্ণ ব্যর্থ। এরা প্রকৃতপক্ষে স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ।”

ডেঙ্গুর বাহক এইডিস মশা ধ্বংসে ওষুধ আমদানিতে দুর্নীতির অভিযোগ করে তিনি বলেন, “ওষুধগুলোতে কোনো গুণই নেই, মশা নিধনে সাহায্য করছে না।”

ঢাকার দুই মেয়রকে ‘অনির্বাচিত’ দাবি করে তিনি বলেন, “তাদের তো এদিকে নজরই নেই। তাদের নজর হচ্ছে দুর্নীতির দিকে, টাকার পাহাড় তারা গড়ে তুলছেন।”

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)