“পরিণতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন,” বলেন তিনি।
Published : 07 Nov 2023, 04:04 PM
‘সরকার এবার আর পার পাবে না’ বলে সতর্ক করে দ্রুত পদত্যাগের পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বলেছেন, পদত্যাগ না করলে পরিণতি ভয়াবহ হবে।
মহানবী (স.) এর জন্মদিনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আগে আলোচনায় এমন বক্তব্য রাখেন তিনি।
বিএনপির আন্দালনের বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘‘জনগণের উত্তাল যে টেউ, এই টেউয়ের কাছে কোনো আগ্নেয়াস্ত্র, কোনো অস্ত্র টিকতে পারে না। এই টেউয়ের মধ্যে প্লা্বিত হয়ে যাবে আপনার যু্বলীগ, ছাত্রলীগ, আপনাদের তৈরি করার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। অনেকবার পার পেয়ে গেছেন। এবার আর পার পাবেন না।
“হত্যা করে, ক্রসফায়ার করে, গুম করে পার পেয়েছেন। এবার কিন্তু আর পার পাবেন না, এবার পার পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কে ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), কে আনিসুল হক (আইনমন্ত্রী), কে হাছান মাহমুদ (তথ্যমন্ত্রী)… এটা কিন্তু জনগণ আর দেখবে না। পরিণতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন।
‘এখনো সময় আছে, আপনারা গণতন্ত্রকে ফিরিয়ে দিন, পদত্যাগ করুন, নির্বাচনের জন্য তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করুন।”
‘ষড়যন্ত্র পরিত্যাগ করতে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে যে ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন তা নিয়েও কথা বলেন রিজভী।
তিনি বলেন, “ওবায়দুল কাদের সাহেব, আপনি ছাত্র নেতা ছিলেন, আপনি একটি দলের রাজনীতিবিদ। কিন্তু আপনি তো আপনার সন্ত্রাসীদের নেতা, আপনার্ বক্তব্য থেকে বেরিয়ে আসে তাই। বিএনপি সঠিক পথে না আসলে ৩৬ দিন পরে দেখে নেবেন। যুবলীগ, ছাত্রলীগকে নামাবেন?
“পিঠ জনগণের দেয়ালে ঠেকে যাচ্ছে। পিঠ দেয়ালে ঠেকে যাওয়া জনগণ কিন্তু ওবায়দুল কাদের সাহেব আপনার কে যুবলীগ, কে ছাত্রলীগ, কে কত অস্ত্র নিয়ে আসল, ওটা আর দেখবে না।”
মিলাদ মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, আবদুল খালেক, আবদুল বারী ড্যানি, উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক, সদস্যসচিব নজরুল ইসলাম তালুকদারও উপস্থিত ছিলেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)