পঞ্চপাণ্ডবের ২১ বছরের পুরনো একটি ছবি ভেসে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়।
Published : 07 May 2024, 06:31 PM
বহুদিন ধরে অনুরাগীদের আকুতি ছিল ব্ল্যাকের 'পঞ্চপাণ্ডব'কে একসঙ্গে কনসার্টের মঞ্চে দেখার। সেই প্রত্যাশা মিটছে অনেকেরই। আগামী ১০ মে দলের ২৫ বছর পূর্তিতে ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে হাজির হবেন তাহসান, জন কবির, জাহান, মিরাজ ও টনি। থাকবেন দলের নতুন সদস্যরাও।
এই খবর আসার পর থেকে রীতিমতো হইচই পড়ে গেছে এবং গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় এই পাঁচজনের ২১ বছরের পুরনো একটি ছবি ভেসে বেড়াচ্ছে। এছাড়া এর মধ্যে ব্ল্যাকের পুরোনো লাইনআপকে নিয়ে ফটোশুটও করা হয়েছে।