ভারতের মুম্বাইয়ে দোতলা ভবন ধসে নিহত ১১

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি দোতলা আবাসিক ভবন ধসে পাশের একটি স্থাপনার ওপর পড়ে ১১ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2021, 03:15 AM
Updated : 10 June 2021, 04:58 AM

বুধবার গভীর রাতে নগরীটির মালাদ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন; তাদের বের করে আনতে অভিযান চালানো হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তারা আরও জানান, বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) নিকটবর্তী আরেকটি জরাজীর্ণ তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিচ্ছে।

স্থানীয়রা উদ্ধারকারী দলগুলোর সঙ্গে যোগ দিয়েছেন এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী কানদিভালির হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করছেন। 

হাসপাতালটির একজন চিকিৎসক এনডিটিভিকে বলেছেন, “১৮ জনের আহত হওয়ার কথা জানা গেছে, ১১ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে।” 

বিএমসির দুর্যোগ ব্যবস্থাপনা সেলের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে বলে জেনেছেন তারা।

স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।