ভারতে করোনাভাইরাস আক্রান্ত বেড়ে ৫৬

ভারতে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। কর্ণাটকে চারজন নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছে। পুণেতেও দু’জন আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে।

>>রয়টার্স
Published : 10 March 2020, 12:54 PM
Updated : 10 March 2020, 01:46 PM

কেরালায় মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ছয় জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬।

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘‘কর্নাটকে চার জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। চার জনকেই নিয়ে যাওয়া হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।’’

কর্ণাটকে এ নিয়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে মোট ১২ জন, এ মারণ ভাইরাসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ২৭০ জনকে চিকিৎসা নজরদারিতে রাখা হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, সোমবার রাতে দুবাই থেকে পুনে ফিরে আসা দুই বাসিন্দা আক্রান্ত হওয়া নিয়ে এই প্রথম মহারাষ্ট্রতেও করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেল।

এর আগের দিন এ ভাইরাস আক্রান্ত হওয়ার খবর এসেছে বেঙ্গালুরু, দিল্লি, কেরল, উত্তরপ্রদেশ, জম্মু, পঞ্জাব ও পুণে থেকে। তার মধ্যে পুণে বাদে সবখানেই এদিন এক জন করে আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।