
কুন্দুজে ১৭০ বাসযাত্রীকে অপহরণ করেছে তালেবান
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2018 07:13 PM BdST Updated: 20 Aug 2018 07:13 PM BdST
আফগানিস্তানের উত্তরে তালেবান গোষ্ঠী তিনটি যাত্রীবাহী বাসে অতর্কিতে হামলা চালিয়ে ১৭০ জনকে অপহরণ করেছে।
তালেবানের এক মুখপাত্র বলেছেন, ওই বাসগুলোর নিরাপত্তা বাহিনীর সদস্যরাই তাদের হামলার লক্ষ্য। বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়া হবে।
ঈদ-উল-আজহা উপলক্ষে আফগান সরকারের দেওয়া শর্তাধীন তিনমাসের যুদ্ধবিরতি প্রস্তাবের পরদিনই কুন্দুজের কাছে এ অপহরণের ঘটনা ঘটল।
তালেবান নেতা সোমবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এদিন সকালে বাস থেকে জোর করে নামিয়ে যাত্রীদের ‘অজ্ঞাত স্থানে’ নিয়ে যাওয়া হয় বলে রয়টার্সকে জানান কুন্দুজের গভর্নরের মুখপাত্র।
রয়টার্স জানায়, তালেবান নেতা শেখ হায়বাতুল্লাহ আখুনজাদা সরকারের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়েছেন।
যাত্রীদের মধ্যে সরকারি কর্মী কিংবা নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আছে কিনা তালেবান জঙ্গিরা তা খতিয়ে দেখতে পারে বলে জানিয়েছেন কুন্দুজের প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মদ ইউসুফ আইয়ুবী।
বাসগুলো তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলে একটি মহাসড়ক ধরে কাবুলের দিকে যাচ্ছিল। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রয়টার্সকে বলেছেন, ওই বাসগুলোতে আফগান নিরাপত্তা বাহিনীর বহু সদস্য আছে এমন গোয়েন্দা তথ্য পেয়েই সেগুলোতে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, “আমরা সংঘর্ষ এড়াতে বাসগুলোকে একটি নিরাপদ স্থানে নিয়ে গেছি। এখন আমরা নিরাপত্তা বাহিনীর সদ্যেদের চিহ্নিত করছি। বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়া হবে।”
তবে প্রাদেশিক কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ যাত্রীকে এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে। কেবল ২১ জন যাত্রী জঙ্গিদের হাতে রয়ে গেছে।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত তালেবানরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে রাজধানী কাবুলের পূর্ব দিকে গজনি শহরে চালানো হামলাটিই ছিল সবচেয়ে বড়।
হামলার প্রতিক্রিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে পাঁচদিনের যুদ্ধও বেধে যায় তালেবান জঙ্গিদের।
সংঘর্ষে কয়েকশ হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। কাবুলের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটির নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে দেড়শ’র মতো বেসামরিক নাগরিক নিহত হয়ে থাকতে পারে বলে ধারণা জাতিসংঘেরও।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ভারত হামলা করলে পাকিস্তানও জবাব দেবে: ইমরান
- পাকিস্তানের প্রশংসা করে ভারতে যাচ্ছেন সৌদি যুবরাজ
- ভারত-পাকিস্তান সংকট: উত্তেজনা প্রশমনে কাজ করবে সৌদি আরব
- কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে নিহত ৯
- আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজ পাকিস্তানে
- ভারতজুড়ে আক্রান্ত কাশ্মীরিরা, সুরক্ষার নির্দেশ সরকারের
- কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর মেজর নিহত
সর্বাধিক পঠিত
- চকবাজারের আগুনের সূত্রপাত কীভাবে
- টেস্ট দলে সৌম্য
- ‘তুই বেঁচে আছিস!’
- শিক্ষা পেয়েছি, ব্যবস্থা হবে: ওবায়দুল কাদের
- প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচ মিরপুরে
- ‘ও এত আদরের ছিল… এত আদরের’
- চুড়িহাট্টা ট্রাজেডি: শেষ ঠিকানা আজিমপুর
- যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছিল চকবাজারের আগুন
- প্রথমার মাসরুরের বইয়ে ‘প্রতারণার শিকার’ হাসান আজিজুল হক
- ৪৬ লাশ হস্তান্তর, বাকিদের ডিএনএ সংরক্ষণ হবে