মেট্রো স্টেশনে ভোর থেকে দীর্ঘ লাইন

সকাল ৮টা বাজার আগেই অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ কিউ সিকি কিলোমিটার দূরে আগারগাঁও পাসপোর্ট অফিস ছাড়িয়ে যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2022, 02:37 AM
Updated : 29 Dec 2022, 02:37 AM

মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিতে ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আগারগাঁও মেট্রো রেল স্টেশনে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় যাত্রীদের জন্য মেট্রোস্টেশনের দ্বার উন্মুক্ত হওয়ার কথা থাকলেও গেইট খুলতে দেরি হয়েছে।

৮টা বাজার আগেই অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ কিউ সিকি কিলোমিটার দূরে আগারগাঁও পাসপোর্ট অফিস ছাড়িয়ে গেছে।

উৎসুক জনতার আনন্দযাত্রার পাশাপাশি জরুরি প্রয়োজনে উত্তরা যাচ্ছেন এমন যাত্রীও রয়েছেন অপেক্ষার লাইনে।

ভোর ৫টার পরপরই এসে লাইনে দাঁড়ানো প্রথম ব্যক্তি কামরুল ইসলাম অফিস থেকে দুই ঘণ্টার ছুটি নিয়েছেন শুধু মেট্রোরেলে চড়ার জন্য। আগারগাঁও থেকে তিনি যাবেন শেষ প্রান্তে।

তারমত ভোর থেকে শতাধিক ব্যক্তি আগারগাঁও স্টেশনে এসে লাইনে দাঁড়িয়েছেন মেট্রো ট্রেনে চড়ার বাসনা নিয়ে।

তবে ডাক্তার দেখাতে উত্তরা যেতে মেট্রো স্টেশনে অপেক্ষা করার কথা বললেন তাহমিনা নামের এক নারী। তিনি দিনাজপুর থেকে ঢাকায় এসে ইস্কাটনে উঠেছেন আত্মীয়র বাসায়।

তাহমিনা জানালেন, তিনি ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন।

"আমি বাসেও যেতে পারতাম, কিন্তু সিএনজিতে করে ইস্কাটন থেকে আগারগাঁও আসছি শুধু ইতিহাসের অংশ হতে।"

বুধবার বর্ণিল আয়োজনে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; পতাকা দুলিয়ে ট্রেন চালু করে দিয়ে টিকেট কেটে যাত্রীও হয়েছিলেন তিনি। সেই যাত্রায় তার সঙ্গী ছিলেন আমন্ত্রিত দুই শতাধিক অতিথি।

নির্মাণকাজ চলার মধ্যে প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করা হয়েছে। শুরুতে মাঝের স্টেশনগুলোতে না থেমে কেবল আগারগাঁও আর উত্তরা উত্তর স্টেশনের মধ্যে যাত্রী পরিবহন করার কথা রয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল আগেই জানিয়েছিল প্রথম কিছুদিন ট্রেন চলবে সকাল ৮টা থেকে ১২টা– এই চার ঘণ্টা। পরে ধীরে ধীরে স্বাভাবিক চলাচল শুরু হবে। 

সেই ঘোষণায় ভোর থেকেই আগারগাঁওয়ের মেট্রো স্টেশনে লাইন পড়ে যায়। সাড়ে ৭টার দিকে অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ কিউ ছাড়িয়ে যায় আগারগাঁও পাসপোর্ট অফিস।

আগারগাঁও স্টেশনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের সকাল ৮টায় গেট খুলতে বলা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত গেইট খোলা হয়  নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে।