ঢাকায় তিন দিনের চামড়া শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে বৃহস্পতিবার। বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো বা ব্লিস নামের এ প্রদর্শনী আয়োজনে কোভিড মহামারী ও অন্যান্য কারণে তিন বছর ছেদ পড়েছিল।
Published : 13 Oct 2023, 08:38 PM