খুলনার দাকোপ উপজেলায় পশুর নদীতে নিয়মিত দেখা যাবে তাদের। স্বল্প পানিতে জাল টানছেন নারীরা। কেউবা পাড়ে বসে জাল থেকে কিছু বাছাই করছেন। এদের সবাই গলদা ও বাগদা চিংড়ির রেণু সংগ্রহে ব্যস্ত। দিনের বড় সময় জুড়েই নদী তীরবর্তী এলাকার নারীরা পরিবারে বাড়তি আয়ের যোগান দিতে করছেন এ কাজ।
Published : 19 Jun 2023, 07:11 PM