‘মাছ কাটাইয়া’

মাছ কুটা তাদের পেশা। শহরের সব মাছ বাজারেই তাদের দেখা মেলে। নগরের ব্যস্ত জীবনে রান্নাঘরের ঝক্কি কিছুটা কমিয়ে দেন তারা। মাছ কিনে তাদের হাতে দিলে সামান্য টাকার বিনিময়ে আঁশ ছাড়িয়ে, কেটে, ময়লা ফেলে, পছন্দ মত টুকরো করে দেন। পেশার কারণে তাদের নাম হয়েছে মাছ কাটাইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 04:33 AM
Updated : 30 Nov 2022, 04:33 AM