আগের মত ব্যাপক না হলেও বছরের শুরুতে এখনও ক্যালেন্ডারের চাহিদা রয়েছে। নকশাসহ ক্যালেন্ডারে বৈচিত্রও এসেছে আগের চেয়ে। বিশেষ করে কোম্পানিগুলো নিজেদের ক্যালেন্ডারে ভিন্নতা আনছে প্রতিবছরই। ইংরেজি নতুন বছর আসতে মাস দেড়েক বাকি থাকলেও এ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ঢাকার মাতুয়াইলের ছাপাখানাগুলো।
Published : 12 Nov 2024, 06:49 PM