ঈদের আগ দিয়ে বেচাকেনা জমে উঠেছে রাজধানীর চাঁদনী চক মার্কেটে। শনিবার সেখানে গিয়ে দেখা যায়, ‘পা ফেলার জায়গা নেই’ কাপড়ের দোকানগুলোতে। মার্কেটটিতে নারীদের পোশাক থেকে শুরু করে স্বর্ণালঙ্কারসহ সব রকমের জিনিসপত্রের কারণে ভিড় লেগে থাকে বেশি।
Published : 22 Mar 2025, 09:14 PM