ফেলে দেওয়া পলিথিন থেকে কার্পেট

ঢাকার কামরাঙ্গীরচরে অনেকগুলো কারখানায় ব্যবহৃত পলিথিনের বর্জ্য প্রক্রিয়াজাত করা হয়। প্রক্রিয়াজাতের পর সেগুলো ব্যবহার হয় অন্য পণ্য তৈরির কাঁচামাল হিসেবে। সেখানকার এক কারখানায় পলিথিন থেকে তৈরি হচ্ছে চার কোনা ডাইস। এসব ডাইস কাজে লাগে কার্পেট ও বিভিন্ন পণ্য তৈরিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2023, 01:30 PM
Updated : 21 May 2023, 01:30 PM