সাংবাদিক হাসান শাহরিয়ার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
Published : 10 Apr 2021, 02:18 PM
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ১২টায় তার মৃত্যু ঘটে।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার সর্বশেষ দৈনিক ইত্তেফাকে নির্বাহী সম্পাদক পদে ছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসান শাহরিয়ার দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণসহ নানা জটিলতায় ভুগছিলেন।
৮ এপ্রিল রাতে গুরুতর অসুস্থ হলে তাকে প্রথমে ল্যাব এইড হাসপাতালে এবং পরে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
কোথাও আইসিইউ বেড না পাওয়ায় তাকে ইমপালস হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই শনিবার তার মৃত্যু হয় বলে ইলিয়াস খান জানান।
সিলেটের সুনামগঞ্জে জন্ম নেওয়া হাসান শাহরিয়ার উচ্চতর শিক্ষাজীবন শেষ করে সাংবাদিকতা শুরু করেন পাকিস্তানের ডন পত্রিকা দিয়ে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন। এই পত্রিকায় তিনি কূটনৈতিক রিপোর্টার, চিফ রিপোর্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
এছাড়া তিনি নিউজউইক, আরব নিউজ, ডেকান হেরাল্ড পত্রিকার বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
হাসান শাহরিয়ার তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন সময়ে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, ওকাবের (ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।