ঢাকার বাজারে এক দিনের ব্যবধানে দেশি ও আমদানি উভয় ধরনের পেঁয়াজের দাম কেজিতে অন্তত ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। শনিবার খুচরায় কোথাও কোথাও দাম দ্বিগুণও হয়েছে; বিক্রি হয়েছে ১৭০ থেকে ২২০ টাকা কেজিতে। দাম বাড়ার খবরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামলে বিক্রেতাদের কেউ কেউ দোকান ফেলে রেখে চলে যান। ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা মার্চ পর্যন্ত বাড়িয়েছে। শুক্রবার এমন খবর আসার পরদিনই শনিবার থেকে পেঁয়াজের দাম অস্বাভাবিক পরিমাণ বাড়াতে শুরু করেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।
Published : 09 Dec 2023, 06:10 PM