ঢাকা পৌঁছেছেন তরুণ গোগৈ

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একদিন আগেই ঢাকা পৌঁছেছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2011, 01:24 PM
Updated : 5 Sept 2011, 01:24 PM
ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একদিন আগেই ঢাকা পৌঁছেছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ।
ইন্ডিয়া-ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মাতলুব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আসামের মুখ্যমন্ত্রী সোমবার সকালে পৌঁছেছেন।"
মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যের আরো দুই মন্ত্রী তার সঙ্গে এসেছেন বলে মাতলুব জানান।
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকা আসছেন মনমোহন সিং। এ নদীর পানির ভাগাভাগি নিয়ে আপত্তির কারণে শেষ মুহূর্তে এই সফর থেকে নাম প্রত্যাহার করে নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, ত্রিপুরার মানিক সরকার ও মিজোরামের লালথানাওয়ালাও এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/২০৩৭ ঘ.